অ্যামাজনের ওয়্যারহাউজে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২০ | ১০:১৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যামাজনের ওয়্যারহাউজে আগুন লেগে ছাদ ধসে পড়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অ্যামাজনের ক্ষতি হয়েছে কয়েকশ মিলিয়ন ডলার। খবর সিএনএনের
ভবনে থাকা ১০০ কর্মী নিরাপদে বের হতে সক্ষম হন। ওয়্যারহাউজে আগুন নিয়ন্ত্রণের সব ব্যবস্থাই ছিল।
অ্যামাজনের এ ওয়্যারহাউজটি সদ্য নির্মিত। এটি থেকে ক্রেতাদের ভারি ও বড় বড় পণ্য সরবরাহ করা হতো।