ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কপ২৯ সম্মেলনে ডিআইইউ

কপ২৯ সম্মেলনে ডিআইইউ

কপ২৯ সম্মেলনে ডিআইইউ প্রতিনিধি

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ২৩:৪০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ | ১৫:০৭

সারাবিশ্বে জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৯তম সম্মেলনে (কপ২৯) অংশ নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছানো ও জনজীবনে আবহাওয়ার চরম প্রভাব পড়ায় কয়েকটি দেশের সরকার, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারা আলোচনার প্রেক্ষাপটে বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানে উদ্দেশ্যে সম্মেলনের আয়োজন করা হয়।

আজারবাইজানের বাকুতে শুরু হওয়া সম্মেলন শেষ হবে ২২ নভেম্বর। ডিআইইউর পক্ষ থেকে প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমরান হোসেইন, জ্যেষ্ঠ প্রভাষক সামিহা খান ও ফাতেমা তুজ জোহরা সাদিয়া সম্মেলনে অংশ নেন।

বাংলাদেশ ও ডিআইইউর প্রতিনিধি হিসেবে জলবায়ু সংকট মোকাবিলায় ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। ইতোমধ্যে ডিআইইউ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদান ও বাস্তবমুখী পাঠ্যসূচি তৈরির মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা সফলে অংশীদারিত্ব করে চলেছে বিশ্ববিদ্যালয়টি।

অন্যদিকে গবেষণার মাধ্যমে নবায়নযোগ্য শক্তি, জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্য, ব্যবসা ও প্রকৌশলের মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। এ লক্ষ্যে শুধু ২০২৩ সালেই ১ হাজার ১৩৯টি স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশ করেছে ডিআইইউ, যা গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সামগ্রিকভাবে দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×