ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ডিজিটাল মার্কেটিং সভা

ডিজিটাল মার্কেটিং সভা

ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটি সভা বেসিস দপ্তরে অনুষ্ঠিত হয়

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ০০:০০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ১৩:৩৬

ডিজিটাল মার্কেটিং খাতে সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে বেসিস ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটি দ্বিতীয় সভা করেছে। সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কে এ এম রাশেদুল মাজিদ এবং বৈঠকে ডিরেক্টর ইনচার্জ ড. মোহাম্মদ রিসালাত সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সভায় দুটি গুরুত্বপূর্ণ নীতিমালা প্রস্তাব করা হয়। প্রথম নীতিমালায় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়, যা তাদের কার্যক্ষমতা ও প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াবে।

দ্বিতীয় নীতিমালায় স্থানীয়ভাবে গড়ে ওঠা ডিজিটাল মার্কেটিংয়ের সবকটি প্ল্যাটফর্মকে উৎসাহিত ও সুরক্ষা দেওয়ার জন্য নীতিমালা প্রণয়নের প্রস্তাব করা হয়। এটি আন্তর্জাতিক প্রতিযোগীদের চাপে থাকা স্থানীয় সবকটি প্রতিষ্ঠানের জন্য ন্যায্য সুযোগ তৈরি করবে বলে বক্তারা জানান।

দক্ষতা উন্নয়নে কমিটি প্রতি মাসে প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়। আগামী ছয় মাসে তিনটি প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়। সভায় কমিটি কৌশলগত রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করবে।

সভায় কো-চেয়ারপারসন লুতফি হায়দার চৌধুরী, সৈয়দা নাফিসা রেজা ও তানজিল আবেদীন অংশ নেন।  সব মিলিয়ে ১২ জন সদস্য সভায় অংশগ্রহণ করেন, যার মধ্যে মো. তারিকুল ইসলাম, শামীম আহমেদ ও আবির আহমেদ খান, সাজেদ চৌধুরী ও আসিফ মাহমুদ উল্লেখযোগ্য।

আরও পড়ুন

×