ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

স্মার্টফোনে অ্যাপ নিয়ন্ত্রণ

স্মার্টফোনে অ্যাপ নিয়ন্ত্রণ

স্মার্টফোনে ব্যাটারি ক্ষয়ের পেছনে কাজ করে অ্যাপ

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ০০:০৫ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২১:২২

স্মার্টফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু চার্জ হচ্ছে স্মার্ট জীবনের প্রধান চ্যালেঞ্জ। স্মার্টফোন নির্মাতাই প্রচণ্ড গরম বা ঠান্ডায় স্মার্টফোন ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকে। কারণ, গরম বা অত্যধিক ঠান্ডা আবহাওয়া ব্যাটারির ক্ষতি করতে পারে।

স্মার্টফোন চার্জ করার সময় মোবাইল কেস ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। ফলে কমে যেতে পারে ব্যাটারি লাইফ। আর এমন কারণেই চার্জিংয়ের সময় স্মার্টফোনের কেসটি খুলে রাখা শ্রেয়।

অপ্টিমাইজেশন কী

স্মার্টফোনের ভেতরেই থাকা এ ফিচারের মাধ্যমে কোন অ্যাপ কতটা ব্যাটারি ব্যবহার করবে, তা নিয়ন্ত্রণ করা যাবে। তা ছাড়া কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে, তাও নিয়ন্ত্রণে রাখা যায়। আর এমন ফিচার অ্যানাবল করার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে গিয়ে ব্যাটারি অপ্টিমাইজেশন সিলেক্ট করতে হবে। তার পর উল্লিখিত অপশনটি অ্যানাবল করে দিলেই সমাধান।

ডিসচার্জ যখন জরুরি

স্মার্টফোনের ব্যাটারি কখনোই শূন্য শতাংশ পর্যন্ত ডিসচার্জ করে শতভাগ চার্জ দেওয়া উচিত নয়। ফলে ব্যাটারি লাইফ বহুলাংশে কমে যেতে পারে। ডিভাইসে ২৫ ভাগ চার্জ থাকাকালেই স্মার্টফোনে চার্জ দেওয়া উচিত। সব ডিভাইসের জন্য ৭৫ থেকে ৮০ শতাংশ চার্জই যথাযথ সেবা নিশ্চিত করে।

whatsapp follow image

আরও পড়ুন

×