তিন হাজার শিক্ষার্থী প্রশিক্ষণে উদ্যোগ
সিসিপ প্রকল্প
২০২৮ সাল নাগাদ তিন হাজার জনকে প্রশিক্ষণ দেবে সিসিপ ও বেসিস
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪ | ১৯:০২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ | ১৯:০৬
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) প্রকল্পে প্রশিক্ষণ বিষয়ে চুক্তি সই হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও চুক্তির অধীনে ২০২৮ সাল নাগাদ চার বছরে তিন হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
চুক্তি প্রসঙ্গে বেসিস সভাপতি এম রশিদুল হাসান বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মূলত ক্রসকাটিং খাত, যা শুধু নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়; বরং আইসিটি কয়েকটি খাতের মধ্যে শক্তিশালী ভিত্তিমূলক সহায়ক হিসেবে কাজ করে। তথ্যপ্রযুক্তির বাজার দ্রুতই পরিবর্তনশীল। বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে ভবিষ্যতের জন্য সুদক্ষ জনবল তৈরিতে সময়োপযোগী ফ্রন্টিয়ার প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিয়েই প্রোগ্রামটি সাজানো।
উদ্যোগটি দেশের আইটি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ফলে দেশি প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার প্রযুক্তিতে দক্ষতার সঙ্গে দেশের অর্থনীতিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে উদ্যোক্তারা জানান।
সিসিপ নির্বাহী প্রোগ্রাম পরিচালক মুহাম্মদ ওয়ালিদ হোসাইন বলেন, বরাবরই বেসিস ইন্ডাস্ট্রিতে কৌশলগত প্রশিক্ষণ নির্বাচন করে। সিসিপ প্রকল্প সুদক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ তৈরিতে কাজ করবে, যা বৈশ্বিক আইটি খাতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে সুদৃঢ় করবে। জনসম্পদ তৈরিতে যৌথ উদ্যোগে বেসিসের সঙ্গে অংশীজন হয়ে কাজ করব। যুবসমাজকে সুদক্ষ করা, কর্মসংস্থান বাড়ানো ও বৈশ্বিক আইটি শিল্পে বাংলাদেশকে এগিয়ে নিতে উদ্যোগটি মাইলফলক হবে। সিসিপ মূলত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে অংশীদারিত্বে অর্থ মন্ত্রণালয় পরিচালিত বিশেষ প্রকল্প।
সভায় বেসিস সহসভাপতি (অর্থ) এম আসিফ রহমান, পরিচালক মীর শাহরুখ ইসলাম ও বেসিস-বিআইটিএমের প্রশিক্ষণ সমন্বয়কারী খালেদা বেগম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ও জাতীয় প্রোগ্রাম পরিচালক (এনপিডি) ড. মো. খায়রুজ্জামান মজুমদার, অতিরিক্ত সচিব ও ডেপুটি নির্বাহী প্রোগ্রাম পরিচালক (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) মো. মাহফুজুল আলম খান উপস্থিত ছিলেন।