অ্যাসোসিও ডিএক্স পুরস্কার
বাংলাদেশের স্বীকৃতি
অ্যাসোসিও ডিএক্স পুরস্কার পেল দেশি প্রতিষ্ঠান
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০০:৩৩ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ২০:৩০
চলতি বছরে অ্যাসোসিও ডিএক্স পুরস্কার অর্জনের মাধ্যমে বৈশ্বিক মঞ্চে স্বীকৃতি পেল বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস।
অ্যাসোসিও পুরস্কার তালিকার প্রধান ক্যাটেগরি ‘আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি’ বিভাগে পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছর এই বিভাগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৯টি দেশ থেকে সব মিলিয়ে ১২টি পুরস্কার ঘোষণা করা হয়।
রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক বলেন, পুরস্কার বিজয় সত্যিকার অর্থেই গর্বের। শুধু রাইজআপ ল্যাবসের অর্জন নয়; পুরস্কারটি দেশের জন্যও সম্মানজনক। রাইজআপ ল্যাবস শুরু থেকেই বিশ্বমানের আইটি পরিষেবা ও প্রযুক্তিগত সমাধানে কাজ করছে। বিগত সময়ে স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহককে যথাযথ পরিষেবা দিয়ে প্রযুক্তি খাতে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছি। ইন্টারনেট অব থিংস (আইওটি), ক্লাউড কম্পিউটিং, ওয়েব ৩.০, অটোমেশন, ডেটা অ্যানালিটিকস, গেম ডেভেলপমেন্ট খাতে পরিষেবা দিয়ে উদীয়মান প্রযুক্তির মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রযুক্তি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সাফল্যকে সম্মান ও স্বীকৃতি দেওয়া এ পুরস্কারের প্রধান উদ্দেশ্য। যুগান্তকারী উদ্ভাবন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে পথপ্রদর্শক, মনোনীত সবকটি প্রতিষ্ঠানের অবদানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। প্রতিবছর নতুন ও প্রতিশ্রুতিশীল প্রযুক্তি ঘরানার পণ্য ও সমাধান উদ্ভাবনে কয়েকটি বিভাগে অ্যাসোসিও ডিএক্স পুরস্কার দেওয়া হয়।
- বিষয় :
- পুরস্কার