ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

ব্যাংকিং পরিষেবায় ডিজিটাল অপারেটর

ব্যাংকিং পরিষেবায় ডিজিটাল অপারেটর

ব্যাংকিং পরিষেবায় কাজ করবে মোবাইল অপারেটর

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ২৩:৪৬ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১৪:৩৯

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানির (এসবিএসি ব্যাংক পিএলসি) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

চুক্তির আওতায় ব্যাংকটির জন্য ভয়েস কানেকশন ও এসএমএস ব্রডকাস্ট (করপোরেট কানেক্টিভিটি) ছাড়াও আইসিটি সমাধান নিশ্চিত করবে অপারেটরটি। ফলে এসবিএসি ব্যাংকের জন্য গ্রাহক বিপণন পরিষেবার আওতা বৃদ্ধি ও নতুন গ্রাহকের কাছে পৌঁছানো এখন আরও সহজ হবে। চুক্তির কারণে এখন আরও কার্যকর উপায়ে গ্রাহকের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

রাজধানীতে এসবিএসি ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিএফআইডি অ্যান্ড জিএসডি মোহাম্মদ শফিউল আজম ও বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন চুক্তি সই করেন।

রুবাইয়াত এ তানজিন বলেন, কয়েকটি খাতে উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াতে উদ্ভাবনী ডিজিটাল সমাধান নিশ্চিতে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস টিম কাজ করছে। ডিজিটাল অপারেটর হিসেবে এন্টারপ্রাইজ গ্রাহকদের ব্যবসায়িক কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ।

মোহাম্মদ শফিউল আজম বলেন, ডিজিটাল ইকোসিস্টেমের অংশীজন ও ব্যাংকিং খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে এ উদ্যোগ সহায়ক হবে।

আরও পড়ুন

×