ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার বুলিং ও করণীয়

সচেতনতা

শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার বুলিং ও করণীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার বুলিং প্রতিরোধে করণীয় নিয়ে বক্তারা

আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ | ২০:৪৯ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ | ২০:৫১

ইংরেজি মাধ্যমে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সবার জনসংযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান স্যার জন উইলসন স্কুলে সাইবার বুলিং প্রতিরোধ ও প্রতিকার নিয়ে ‘রোড টু ওয়েলনেস’ সভার প্যানেল আলোচনায় বক্তারা শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, বুলিং বা সাইবার বুলিং শিশুর ওপর কেমন ক্ষতিকর প্রভাব ফেলে, এ বিষয়ে সচেতনতার অভাবে শিশুর প্রতিভা বিকাশে কেমন প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং জনসচেতনতা সৃষ্টির প্রতি গুরুত্ব আরোপ করা উচিত। সচেতনতাই শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

বিশেষজ্ঞরা স্কুলে বুলিং প্রতিরোধ ও কার্যকর পদক্ষেপ, স্বাস্থ্যকর ও চাপমুক্ত জীবনযাপন, সামাজিক প্রত্যাশা, ডিজিটাল জগতে সুস্থতা, পেশাগত ও ব্যক্তিজীবন ভারসাম্য নিয়ে কথা বলেন। স্যার জন উইলসন স্কুলের উদ্যোগে আলোচনায় অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কেয়ার লিমিটেডের (পিএইচডব্লিউসি) লাজিনা আমিন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ওয়ান সার্কলের প্রতিষ্ঠাতা সভাপতি ফারিন দৌলা ‘বুলিং ও শিশুর মানসিক-শারীরিক বিকাশ’সহ বেশ কিছু বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন

×