স্মার্টফোনে বর্ষসেরা ব্র্যান্ড
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
.স্মার্টফোনে সেরা ব্র্যান্ড ঘোষণা করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ০০:২১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৪:১৯
স্মার্টফোন হ্যান্ডসেট ক্যাটেগরিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সেরা স্বীকৃতি পেয়েছে প্রযুক্তি ব্র্যান্ড শাওমি।
শাওমি ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী পুরস্কার গ্রহণ করে অনুভূতি প্রকাশে বলেন, এমন পুরস্কার অর্জন সত্যিকার অর্থেই গর্বের। পণ্য ও পরিষেবায় ভক্তদের ভালোবাসা আজ আমাদের বিশেষ স্বীকৃতির পেছনে কাজ করেছে। শাওমি এমন ব্র্যান্ড, যা গ্রাহককে নতুন সম্ভাবনা ও অভিজ্ঞতার সুযোগ করে দিতে কাজ করে। পুরস্কারটি তাদের জন্য, যারা অগ্রযাত্রায় সঙ্গী ছিলেন।
উল্লেখ্য, বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে এনসার্চ লিমিটেড বিশেষ জরিপ পরিচালনা করে। জরিপটি বাংলাদেশের আটটি বিভাগের শহর ও গ্রামীণ অঞ্চলজুড়ে পরিচালিত হয়। সমান সংখ্যক নারী-পুরুষ নিয়ে ১০ হাজার জনের সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের (ব্র্যান্ড সেলিয়েন্স, প্রেফারেন্স, রেকমেন্ডেশন ও ইনোভেশন) নির্বাচিত সব বিষয় বিবেচনা করা হয়।
২০০৮ সাল থেকে বাংলাদেশে উপস্থিত দেশি-বিদেশি ব্র্যান্ডকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড।
উদ্যোক্তারা জানান, ধারাবাহিকতায় দেড় দশকের বেশি সময়ের আয়োজনটি হয়ে উঠেছে দেশসেরা ব্র্যান্ডিং সম্মাননা। সারাদেশে প্রচলিত সেরা সবকটি ব্র্যান্ডের প্রচেষ্টায় অর্জিত সাফল্যকে উদযাপন ও অনুপ্রেরণার লক্ষ্যেই বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
- বিষয় :
- স্মার্টফোন
- শাওমি
- শাওমি বাংলাদেশ