ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
অরেঞ্জবিডি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫৭
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড (অরেঞ্জবিডি)। আগামী ২৩ জানুয়ারি ফিলিপাইনের স্থানীয় সরকার মন্ত্রী এবং ইউএনডিপির ফিলিপাইনপ্রধান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেল সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আশরাফুল কবীর জুয়েল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরেঞ্জবিডির পরিচালক মো. হাফেজ আহাম্মদ, মো. শামীম হোসেন, জনসংযোগ কর্মকর্তা শাহরিয়ার শামস।
অনুষ্ঠানে জানানো হয়, ফিলিপাইন সরকারের বিভিন্ন ই-গভর্নেন্স প্রকল্পের প্রযুক্তিগত সহযোগিতায় কাজ করছে অরেঞ্জবিডি। ইতোমধ্যে ফিলিপাইনের একটি রাজ্যে ১২৩টি পৌরসভার মধ্যে ২০টি পৌরসভার ১৪টি নাগরিক ও ব্যবসা সংক্রান্ত সেবাসমূহ ডিজিটালাইজড করা হয়েছে। এছাড়াও ফিলিপাইনের রাষ্ট্রপতির অধীনে থাকা প্রতিষ্ঠান ন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট মনিটরিং সিস্টেম ডেভেলপমেন্টেরও কাজ করছে অরেঞ্জবিডি। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ফিলিপাইন