ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

স্মার্টফোন বিপণনে অংশীজন

স্মার্টফোন বিপণনে অংশীজন

স্মার্টফোন বিপণনে অংশীজন হয়েছে গ্রামীণফোন ও প্রযুক্তি ব্র্যান্ড অনার

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৩:৪২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৮:৫৬

স্মার্টফোন ক্রেতার জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে গ্রামীণফোন ও প্রযুক্তি ব্র্যান্ড অনার। বাংলাদেশের যে কোনো অনার ব্র্যান্ড শপ বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট স্মার্টফোন কেনায় বিশেষ সুবিধা পাবেন আগ্রহীরা।

অনলাইন স্টোর থেকে ট্যাবলেট কেনায় মিলবে বিশেষ ছাড়। অন্যদিকে, জিপিস্টার গ্রাহক ৮০০ টাকা সমমূল্যের এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি ও ছয় মাসের বিনামূল্যে পরিষেবা গ্রহণ করতে পারবেন। জিপিস্টার গ্রাহক, তারা ইন্টারনেট ডেটা (সিগনেচার, প্লাটিনাম, গোল্ড ও সিলভার) কেনায় পাবেন বিশেষ সুবিধা।

বাংলাদেশে অনার ব্র্যান্ডের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, বিশেষ সুবিধা নিশ্চিতে ও গ্রাহক চাহিদা পূরণে গ্রামীণফোনের সঙ্গে অংশীজন হতে পারা আনন্দের উদ্যোগ। আগ্রহী ক্রেতাদের জন্য নিরবচ্ছিন্ন প্রযুক্তি নিশ্চিতে ধারাবাহিক প্রতিশ্রুতির বহিঃপ্রকাশের প্রতীক হবে এমন অংশীজন সমঝোতা।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মার্কেটিং মুনিয়া গনি বলেন, গ্রাহকের জীবনের মানোন্নয়নে সব সময় অর্থবহ অংশীজন তৈরির ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। অনার ব্র্যান্ডের সঙ্গে অংশীজন হয়ে গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতিশ্রুতি সুদৃঢ় হবে। নতুন উদ্যোগের ফলে গ্রাহক ও কর্মীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

অনার বাংলাদেশের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. ফারুক রহমান ও গ্রামীণফোনের পার্টনারশিপ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাব্বির আহমেদ সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×