ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন
ই-কমার্স পরিষেবায় দেশে নতুনভাবে সংযোজন হলো অগমেটিক রিয়েলিটি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ০১:২১ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ | ১৫:৫৮
ই-কমার্স পরিষেবায় দেশে এবারে নতুনভাবে সংযোজন হলো অগমেটিক রিয়েলিটি। বাটা তাদের স্নিকার ফেস্ট প্রচারণার অংশ হিসেবে নতুন অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিল্টার উদ্ভাবন করেছে বলে জানানো হয়। বিশেষ সুবিধায় আগ্রহীরা এখন থেকে ঘরে বসেই অনলাইনে স্নিকার ট্রাই করার সুযোগ নিতে পারবেন।
বিশেষ পরিষেবা অ্যাপ দিয়ে যে কোনো স্মার্টফোনে, বাটা স্নিকারের নতুন আসা সবকটি ডিজাইন পরখ করা যাবে, যা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে পায়ে পরিধান করার সুযোগ করে দেবে। অফিসিয়াল বাটাবিডি ডটকম সাইটে অ্যাপটি পাওয়া যাবে। আগ্রহী গ্রাহকরা রিয়েল টাইমে স্নিকার ট্রাই করতে পারবেন। অন্যদিকে পণ্যের বিস্তারিত তথ্য খুঁজে নেওয়া যাবে। ফলে ক্রেতারা সহজেই কয়েক ধরনের স্নিকার, যেমন– ক্যাজুয়াল বা স্পোর্টস স্নিকার দেখতে ও কিনতে পারবেন।
বাটার এআর ফিল্টার, স্নিকার কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, প্রযুক্তিকেন্দ্রিক ও স্টাইলিশ করে তুলেছে বলে উদ্যোক্তারা জানান। নতুনভাবে এমন ধারায় পরিষেবা যুক্ত হওয়ায় ই-কমার্স জনপ্রিয় হওয়ার পথ আরও সুগম হবে।
ডিজিটাল বিপণন ব্যবস্থায় দিন দিন জনপ্রিয়তার কারণে গ্রাহকের শারীরিক উপস্থিতি ধীরে ধীরে কমে আসছে বলে সংশ্লিষ্টরা জানান।
- বিষয় :
- প্রযুক্তি