কম্পিউটার ও গ্যাজেটে বিশেষ ছাড়
ক্যাম্পেইন
কম্পিউটার, ল্যাপটপ ও গ্যাজেটে বিশেষ ছাড়ের ঘোষণা
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ২২:২৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ | ২০:১৬
সারাদেশে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকার ছাড়াও কয়েকটি কম্পিউটার পণ্যে নিশ্চিত ও বিশেষ ছাড়ের ঘোষণা করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ওয়ালটন ডিজি-টেকের উপব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী প্রচারণার প্রসঙ্গে বলেন, বর্তমানে আইটি বাজার ব্যবহৃত (রিফারবিশড) পণ্যে সয়লাব হয়ে গেছে। সামান্য কম দামের জন্য ব্যবহৃত পণ্য কেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা। পরিবেশের জন্য ওইসব পণ্য ক্ষতিকর। ক্রেতা যেন রিফারবিশড পণ্যে আকৃষ্ট না হন, তারা যেন সাশ্রয়ী দামে ভালো মানের পণ্য কিনতে পারেন, সে জন্যই আইটি পণ্যে ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন বছরে ক্রেতার জন্য কম্পিউটার পণ্য কেনায় উপহার হিসেবে মেগা ক্যাম্পেইনের আওতায় এমন সুবিধা ঘোষণা করেছে উদ্যোক্তারা।
আগ্রহী ক্রেতারা যেন যথাসাধ্য সাশ্রয়ী দামে পরিবেশের জন্য ক্ষতিকর, মানহীন ও ব্যবহৃত (রিফারবিশড) পণ্য ক্রয়ে উৎসাহী না হয়ে সাশ্রয়ী দামে ভালো মানের পণ্য কিনতে পারেন, সে জন্যই আইটি পণ্যে ছাড় ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান বলেন, নিজেদের প্রোডাকশন লাইনে উৎপাদিত আইটি পণ্য ব্র্যান্ডকে আরও শক্তিশালী করেছে। প্রযুক্তি যেমন দ্রুত এগিয়ে চলছে, ওয়ালটনও তেমন পাল্লা দিয়ে এগিয়ে চলছে। প্রতিটি পণ্য উদ্ভাবনে দেশসেরা হওয়ার প্রত্যাশা নিয়ে কাজ করছি।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, দেশের সাধারণ মানুষ যেন সাশ্রয়ী দামে সঠিক ও পছন্দের আইটি পণ্যটি কিনতে পারেন, সে জন্যই এমন উদ্যোগ নেওয়া। সব সময়ই ক্রেতার বাড়তি সুবিধা নিশ্চিতে কাজ করছি। তারই ধারাবাহিকতায় কম্পিউটার পণ্য কেনায় বিশেষ ছাড় দিচ্ছে ব্র্যান্ডের ডিজি-টেক বিভাগ। যার মাধ্যমে ক্রেতারা বাংলাদেশে তৈরি সর্বাধুনিক পণ্য কেনা ও ব্যবহারে উৎসাহিত হবেন। প্রতিনিয়ত ডিভাইসের মানোন্নয়নে কাজ করছি আমরা; শতভাগ কোয়ালিটি নিশ্চিত করে বাজারে পণ্য দিচ্ছি।
পণ্য উদ্ভাবন লাইনে নিত্যনতুন পণ্য ও অত্যাধুনিক ফিচার যুক্ত করছেন ব্র্যান্ডটির রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রকৌশলীরা।
জানা গেছে, প্রচারণার আওতায় অন্যসব কম্পিউটার অ্যাকসেসরিজ পণ্যের মধ্যে কয়েকটি মডেলের অ্যাকসেস কন্ট্রোল, কেবল অ্যান্ড কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ওয়েইট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেনড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি কেবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট ও ইউপিএস তালিকাভুক্ত।