ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ডিজিটাল পরিষেবা বাড়ল

বিক্রয়োত্তর সেবা

ডিজিটাল পরিষেবা বাড়ল

.স্মার্টফোনে বিক্রয়োত্তর সেবা বাড়ল

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ | ০০:৩৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ | ১৬:২২

স্মার্টফোনকে অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে বিশেষ সুরক্ষা দিতে ওয়াদার সঙ্গে অংশীজন হয়েছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। ব্র্যান্ডটি নিজস্ব গ্রাহককে সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করবে।

ব্র্যান্ডের ক্রেতারা এখন ডিভাইসে দুই বছরের বাড়তি বিক্রয়োত্তর পরিষেবা ও দুর্ঘটনাজনিত ক্ষতির কারণে স্ক্রিন প্রটেকশন সুবিধা পাবেন। গ্রাহকের ভরসার প্রতীক হয়ে ওঠার ক্ষেত্রে ব্র্যান্ডটি প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। ব্র্যান্ডটির প্রতি ক্রেতার আস্থা আরও সুদৃঢ় হবে বলে উদ্যোক্তারা জানান।

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে কাজ করছি। বিশেষ অফারের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতে নতুন মানদণ্ড স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াদার সঙ্গে এমন অংশীজন হওয়ায় বিশ্বমানের ডিভাইস সুরক্ষা ও সহায়তা নিশ্চিতের সঙ্গে ব্র্যান্ডটি আরও নির্ভরযোগ্য হয়ে উঠবে।

ওয়াদার চিফ মার্কেটিং অফিসার শেখ খালিদুজ্জামান বলেন, ডিজিটাল অঙ্গনে নতুন অংশীজনের মাধ্যমে গ্রাহককে মানসম্মত পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা অভিন্ন লক্ষ্য পূরণে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

শর্ত হচ্ছে, প্রকৃতভাবে কেনা সব স্মার্টফোনের জন্য বাড়তি বিক্রয়োত্তর সেবা ও স্ক্রিন প্রটেকশন সুবিধা প্রযোজ্য হবে। ফলে ক্রেতার জন্য বিক্রয়োত্তর পরিষেবা দীর্ঘ মেয়াদে নিশ্চিত করা সম্ভব হবে বলে উদ্যোক্তারা জানান। অংশীজন চুক্তিতে অনার বাংলাদেশের এজিএম আবু দুজানা (সুজন), সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. ফারুক রহমান এবং ওয়াদার বিজনেস ডেভেলপমেন্ট লিড মির্জা রাশেদ নেওয়াজ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×