সার্চ ইঞ্জিন
সার্চজিপিটি যেভাবে এগিয়ে

প্রতীকী ছবি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ০১:৫৭
তথ্য জানার প্রয়োজনে আগ্রহীরা কিছু সার্চ করলে তার সামনে সাইটের লিঙ্কসহ সংক্ষিপ্ত তথ্যচিত্র হাজির করবে সার্চজিপিটি। তার পরিপ্রেক্ষিতে সার্চকারী নিজের প্রশ্ন রাখতে পারবেন এবং সার্চজিপিটি সে অনুযায়ী যথাযথ তথ্য তুলে খোঁজকারীর সামনে উপস্থাপন করবে।
পরামর্শ ও অভিজ্ঞতা নেওয়ার জন্য কিছু সংখ্যক গ্রাহক ও প্রকাশকের জন্য সার্চজিপিটি কাজ করছে। নির্মাতার দাবি, সার্চজিপিটি থেকে সরাসরি চ্যাটজিপিটিতে সংযুক্ত হওয়া যাবে।
খবরে প্রকাশ, বহুদিন থেকেই এআই পরিচালিত সার্চ ইঞ্জিন নিয়ে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) কাজ করছে ওপেনএআই। ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, গুগল সার্চ ইঞ্জিনে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থিতি দৃশ্যমান। গুগল তার সার্চ ইঞ্জিনে ‘এআই ওভারভিউ’ নামে বিশেষ ফিচার উন্নয়ন করেছে। ওপেনএআই কর্তৃপক্ষের দাবি, উদ্ভাবিত সার্চ ইঞ্জিন এখন পুরোপুরি এআই প্রযুক্তিতে নিয়ন্ত্রিত।
কী কী সুবিধা
ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, গুগল সার্চের থেকে দ্রুত আর সংক্ষিপ্ত সার্চ ফলাফল প্রদর্শন করবে সার্চজিপিটি। সঙ্গেই দৃশ্যমান হবে যে সোর্স থেকে তা প্রকাশিত বা নিয়ন্ত্রিত হচ্ছে, তার স্বয়ংক্রিয় লিঙ্ক। সার্চ রেজাল্ট থেকে সরাসরি চ্যাটজিপিটিতে প্রবেশে ওই তথ্য বিশ্লেষণ করার সুযোগ পাবেন তথ্য অনুসন্ধানকারী।
সার্চজিপিটি সব অংশ পুরোপুরি সবার জন্য অবমুক্ত করেনি ওপেনএআই। তবে আগ্রহীরা চাইলে (https://openai.com/index/searchgpt-prototype) লিঙ্কে ভিজিট করে তালিকাভুক্ত হতে পারবেন। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা সফল হলে সার্চজিপিটির চমকে দেওয়া ফিচার সামনে আসবে।
- বিষয় :
- প্রযুক্তি