ঢাকা সোমবার, ২৩ জুন ২০২৫

আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল, মহাসচিব নাজমুল

আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল, মহাসচিব নাজমুল

আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব নির্বাচিত

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ১৯:৩৬ | আপডেট: ১৯ মে ২০২৫ | ২১:০৩

সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন আইএসপিএবির ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহীর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম। মহাসচিব হয়েছেন কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা।

প্রসঙ্গত, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৭ মে। নির্বাচনে আইএসপি ইউনাইটেড প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিজয়ীরা সবাই পরিচালক হিসেবে নির্বাচিত হন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ও সদস্যদ্বয় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. এরশাদ হোসেন রাশেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাকিব হোসেনের তত্ত্বাবধানে সোমবার (১৯ মে) নির্বাচিত সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন পরিচালক ও সহযোগী সদস্য শ্রেণি থেকে চার জন পরিচালকসহ সব মিলিয়ে ১৩ জন পরিচালকের মধ্যে পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয় আইএসপিএবি সচিবালয়ে।

কার্যনির্বাহী পরিষদের পরিচালকদের মধ্যে পদবণ্টনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী ফল ঘোষণা করেন। এ সময় আইএসপিএবির কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তা ও পরিচালকরা ও অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, সহসভাপতি মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব-১ সার্কেল নেটওয়ার্কের সিইও মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব-২ ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ রেড ডাটা (প্রা.) লিমিটেডের সিইও মঈন উদ্দিন আহমেদ।

অন্যদিকে পরিচালক নির্বাচিত হয়েছেন ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার, এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ ও তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন, এম/এস জুবায়ের আইটি এক্সপার্টের মো. জুবায়ের ইসলাম ও সবুজ বাংলা অনলাইনের এসএম সাইফুল ইসলাম সেলিম।

আরও পড়ুন

×