ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

পিসির সমস্যা বুঝবেন যেভাবে

পিসির সমস্যা বুঝবেন যেভাবে

.

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ০০:২১

হঠাৎ দেখলেন, কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় গতি কমে গেছে। কম্পিউটার র‌্যামের তুলনায় বেশি পরিমাণ কাজ করলে বুঝতে হবে ইন্টারনাল হ্যাং করেছে। কম্পিউটার র‌্যামের পরিমাণ কম, কিন্তু অনেক বড় আদলের কয়েকটি প্রোগ্রাম সচলে রেখেছেন। তাহলে হ্যাং তো হবেই।
কম্পিউটার হার্ডডিস্কের কানেকশন ও প্রসেসরের সংযোগ ঠিকঠাকমতো না হলে বারবার হ্যাং করার সমস্যা সামনে আসে। কারণ খুঁজে না পেলে যদি বারবার হ্যাং হয়, তাহলে কুলিং ফ্যানটা ঠিকমতো ঘুরছে কিনা তা দেখে নেবেন। হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়ে থাকলে বা অন্য কোনো হার্ডওয়্যারে ত্রুটি থাকলে সমস্যা হতে পারে। অন্যদিকে অপারেটিং সিস্টেমে ত্রুটি থাকলে, অর্থাৎ কোনো সিস্টেম ফাইল ডিলিট হয়ে যাওয়াকে বোঝায়। যার কারণে কম্পিউটার পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে।
আবার অজ্ঞাতে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত হ্যাক হয়ে 
যায়। এমন কারণেই কম্পিউটারে 
বেশি হ্যাং হয়।
ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয়। যার কারণে পিসি হুটহাট হ্যাং হয়ে পড়ে। অবশ্যই পিসিতে পরীক্ষিত ও নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সক্রিয় রাখা প্রয়োজন। তা ছাড়া হাই গ্রাফিকস গেমের কারণে র‌্যাম সম্পূর্ণ লোড হয়ে গেলে হ্যাং হয়। পিসির সব ফাইল অগোছালো থাকলে তার জন্যও হ্যাং 
হতে পারে। রিফ্রেশ চেপে রান অপশনে গিয়ে ট্রি (tree) চাপলে সিস্টেম স্ক্যান হয়ে যাবে।

আরও পড়ুন

×