নগদের টিসিএস হিসাব খোলায় শর্ত আরোপ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৩৯ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৩৯
মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট (টিসিএস) অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটির ই-মানি কার্যক্রম পরিচালনার জন্য এই হিসাব খোলা যাবে না। সম্প্রতি সব ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, 'নগদ' এতদিন পরিচালিত হচ্ছিল থার্ড ওয়েভ টেকনোলোজিস লিমিটেডের মাধ্যমে। থার্ড ওয়েভের নামে তারা সব ধরনের হিসাব পরিচালনা করে আসছিল। সম্প্রতি নাম পরিবর্তন করে নগদ লিমিটিড করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটিতে ডাক বিভাগের ৫১ শতাংশ মালিকানা প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া চলমান রয়েছে। বাকি মালিকানা থাকবে বেসরকারি খাতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ডাক বিভাগের কোনো মালিকানা নেই। ডাক বিভাগের সঙ্গে শুধু মুনাফা ভাগাভাগি চুক্তির বিপরীতে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
মোবাইল ব্যাংকিং এবং ই-ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র গ্রাহকের জমা সমপরিমাণ ই-মানি বা পরিশোধ ইনস্ট্রুমেন্ট ইস্যু করতে পারে। ই-মানি কার্যক্রম পরিচালনার জন্য এ ধরনের প্রতিষ্ঠানকে ব্যাংকে 'ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট ((টিসিএসএ)' খুলতে হয়। প্রতিদিন লেনদেন শেষে এই হিসাবে জমা এবং ই-মানি ইস্যুর হিসাব মেলাতে হয়।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক
- নগদ