লেভার কাপ দিয়ে শেষ হতে চলেছে রজার ফেদেরারের বর্ণময় টেনিস ক্যারিয়ার। কিংবদন্তি এ টেনিস তারকার ইচ্ছার পূর্ণতা দিতে গতকাল লেভার কাপের আয়োজকরা ঘোষণা দেন, রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলবেন ফেদেরার।

আজ থেকে লন্ডনের 'ওটু অ্যারেনায়' শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ফেদেরার-নাদাল জুটি ডাবলসে টিম ইউরোপের প্রতিনিধিত্ব করবেন। আজ সন্ধ্যার সেশনে এ জুটি যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোয়ে ও জ্যাক সক জুটির মুখোমুখি হবেন। যুক্তরাষ্ট্রের দুই তারকা টিম ওয়ার্ল্ডের প্রতিনিধিত্ব করছেন। ২০টি গ্র্যান্ডস্ল্যামজয়ী ফেদেরার সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক টেনিস খেলেছিলেন গত বছর উইম্বলডনে। কিন্তু হাঁটুর চোটের জন্য কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছিল তাঁকে। ৪১ বছর বয়সী এ তারকা গত বুধবার এক সংবাদ সম্মেলনে জীবনের শেষ টুর্নামেন্টে নাদালের সঙ্গে জুটি বাঁধার আগ্রহ প্রকাশ করেন। 

আয়োজকরা সেই ইচ্ছার পূর্ণতা দেওয়ায় ভীষণ খুশি ফেদেরার, 'নাদালের সঙ্গে খেলাটা হবে স্বপ্নের মতো। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তাকে আমার দলে (ডাবলস পার্টনার) পেয়ে ভীষণ খুশি হয়েছি। দীর্ঘ সময় আমরা একে অপরের বিরুদ্ধে খেলেছি। সেই প্রতিদ্বন্দ্বিতার সুবাদে একে অপরের প্রতি, পরিবার এবং কোচিং স্টাফদের প্রতিও তৈরি হয়েছে এক সম্মানবোধ। পারস্পরিক সেই শ্রদ্ধাবোধের কারণেই রাফার সঙ্গে জুটি বাঁধতে পারাটা হবে দারুণ এক প্রাপ্তি।'

তিনি আরও যোগ করেন, 'আমি নিশ্চিত এটা দুর্দান্ত কিছু হবে এবং আমি নিজের সেরাটা দেব। বিষয়টা আমি বেশ উপভোগ করব, তবে তাঁর সঙ্গে তাল মেলোনোটা আমার জন্য বেশ কঠিনও হবে।' নাদালও মুখিয়ে রয়েছেন ফেদেরারের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামতে, 'আমি ভীষণ রোমাঞ্চিত ও কৃতজ্ঞ তাঁর পাশে খেলতে পারব বলে। তবে এমন একজনকে বিদায় জানানোটা ভীষণ কঠিন।'