- টেনিস
- ক্ষমা চেয়েও পার পাননি টিটির সোমা ও মৌ
ক্ষমা চেয়েও পার পাননি টিটির সোমা ও মৌ

কমনওয়েলথ গেমসে দুই টেবিল টেনিস খেলোয়াড়ের বিপক্ষে না খেলে ঘুরতে যাওয়ার অভিযোগ এনেছিল টেবিল টেনিস ফেডারেশন। ডাবলস ইভেন্টে অংশ না নিয়ে ঘুরতে যাওয়ার অভিযোগ ছিল সোনাম সুলতানা সোমা এবং সাদিয়া রহমান মৌ'য়ের বিরুদ্ধে।
তাদেরকে শাস্তি দিয়েছিল ফেডারেশন। কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল তাদের। এর জবাবও দিয়েছেন তারা। ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন টিটির দুই নারী খেলোয়াড়। কিন্তু ক্ষমা চেয়েও পার পাননি এ দু'জন।
বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে নিজেদের ইভেন্টে অংশ না নিয়ে লন্ডনে ঘুরতে যাওয়া সোমা ও মৌয়ের শাস্তির সময়সীমা শুধু কমিয়েছে ফেডারেশন। শোকজের উত্তর দেওয়ার পর শুধু এক বছর করে শাস্তি কমিয়েছে ফেডারেশন। অর্থাৎ ঘরোয়া আসরে এক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই বছরের জন্য নিষিদ্ধই থাকছেন সোমা ও মৌ।
ফেডারেশনের এই সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন সোমা। আত্মপক্ষ সমর্থন করে গণমাধ্যমকে সোমা বলেন, 'আমাদের বলা হয়েছিল ক্ষমা চেয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিলে পুরো শাস্তি মওকুফ করা হবে। আমরা তাদের কথা মত ক্ষমা চেয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি। তবে তারা কথা রাখেননি। শাস্তি থেকে পুরোপুরি মুক্তি না দিয়ে, কিছুটা কমিয়ে দিয়েছেন।'
তিনি আরও বলেন, 'আমরা প্রথমত জানতামই না আমাদের খেলা আছে। আমাদেরকে ফেডারেশন থেকে জানানো হয়নি। আর আমরা বার্মিংহামেই ছিলাম। লন্ডনে যাইনি। আমাদের বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে তা মূলত ভুল বোঝা-বুঝি থেকে হয়েছে।'
মন্তব্য করুন