- টেনিস
- অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নম্বর ওয়ান তারকা
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নম্বর ওয়ান তারকা

একের পর এক অঘটন ঘটে চলেছে অস্ট্রেলিয়ান ওপেনে। নারীদের সিঙ্গেলসের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা সিওনতেক। পোলিশ সুপারস্টার ইগাকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কাজাখাস্তানের ইয়েলেনা রাবিকিনা। রড লেভার এরিনায় ম্যাচের ফল রাবিকিনার পক্ষে ৬-৪, ৬-৪।
রাবিকিনার বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে নামার আগে ছন্দে ছিলেন ইগা। হঠাৎ করেই ছন্দপতন হয় পোলিশ তারকার। ম্যাচের শেষে ইগা বলেন, 'আজ ইয়োলিনা দারুণ পারফর্ম করেছে। প্রতিপক্ষকে মেপে নিয়ে ভালো চাপ তৈরি করে গিয়েছে ও।'
হারের পর নারীদের নম্বর ওয়ান তারকা জানালেন, অতিরিক্ত প্রত্যাশাই নাকি কাল হয়েছে তার জন্য। তার ভাষ্য, 'নিশ্চিত করেই দুটি সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। আমি হয়তো একটু বেশিই প্রত্যাশা করে ফেলেছিলাম। আমি আসলে খুব চাপে ছিলাম। আমার মনে হয়েছে যে, আমি শুধু জয়ই চেয়েছি, হারার কথা ভাবতেও পারিনি।'
অন্যদিকে পরের রাউন্ডে ওঠা ২৩ বছর বয়সী কাজাখ খেলোয়াড় রাবিকিনা জানিয়েছেন, নিজের সাফল্যের রহস্য। কোর্টে নিজের শান্ত থাকার ব্যাপার জানিয়ে রাবিকিনা বলেছেন, 'আমি যখনই কোর্টে নামি, নার্ভাস থাকি। তবে আমি শান্ত থাকতে চেষ্টা করি। এটা বিশাল এক জয়। আরেকটি রাউন্ডে যেতে পারি আমি খুশি।'
মন্তব্য করুন