- টেনিস
- অভিষেক ম্যাচে হতাশ করলেন লিটন
অভিষেক ম্যাচে হতাশ করলেন লিটন

ফাইল ছবি
দ্বিতীয় ওভারের শেষ বলে অফ স্টাম্পের বাইরে করা মুকেশ কুমারের শর্ট বলটি টেনে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন লিটন। আর স্কয়ার লেগে বলটি তালুবন্দী করেন ললিত যাদব। তাতে মাত্র ৪ রানেই সাজঘরে ফিরতে হয় লিটনকে।
এর আগে আজ বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিট্যালসের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ দিয়েই আইপিএলে অভিষেক হয় লিটনের।
দিল্লি-কলকাতার ম্যাচে লিটন-মুস্তাফিজের মুখোমুখি লড়াই দেখার দেখার অপেক্ষায় ছিলেন অনেক বাংলাদেশি। কিন্তু আজ মুস্তাফিজকে বাদ দিয়েই একাদশ সাজায় দিল্লি।
প্রসঙ্গত, আয়ারল্যান্ড সিরিজ শেষে আইপিএল খেলতে গত ৯ এপ্রিল ভারত যান লিটন। এরপর তাকে ছাড়াই কলকাতা তিনটি ম্যাচ খেলেছে। শেষ পর্যন্ত দিল্লির বিপক্ষে ম্যাচ দিয়ে লিটনের আইপিএল অভিষেক হয়।
আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের পরিবর্তে কলকাতার একাদশে সুযোগ পেলেন লিটন। গুরবাজ কলকাতার জার্সিতে এবারের আইপিএলে শুরু থেকে টানা ৫ ম্যাচ খেলেছেন। ৫ ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে করেছেন ১০২ রান।
মন্তব্য করুন