সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন চলছে। সেই ২০২২ সাল থেকে দু’জন আলাদা হয়ে যাচ্ছেন বলে খবর। পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব ও ভারতের টেনিস তারকা সানিয়ার দেখা-সাক্ষাৎ নেই অনেকদিন। 

এর মধ্যে গুঞ্জন ওঠে, শোয়েব মালিক পাকিস্তানের অভিনেত্রী আয়িশা ওমরের সঙ্গে প্রেম করছেন। সব মিলিয়ে একটা গুমট ভাব ছিল। বিয়ষটি নিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমকে শোয়েব মালিক বলেছেন, তাদের একসঙ্গে ঈদ করার ইচ্ছে ছিল। সানিয়াকে মিস করেন বলেও উল্লেখ করেন তিনি। 

‘সানিয়ার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন, এ বিষয়ে কি বলবেন?’ এমন প্রশ্নে শোয়েব মালিক বলেন, ‘এমন কিছুই নয় (যে গুঞ্জন চলছে)। ঈদে একসঙ্গে থাকতে পারলে খুব ভালো হতো। কিন্তু ও আইপিএলের সঙ্গে চুক্তিবন্ধ। শো করছে। আমি তাকে অনেক মিস করি এটাই কেবল বলতে পারি। ঈদ এমন একটা দিন আপনি আপনজনকে মিস করবেন।’

এর আগে শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে পাল্টা জবাব দিয়েছিলেন আয়িশা ওমর। তিনি বলেছিলেন, ‘আমি কখনও বিবাহিত কিংবা বিয়ের কথা পাকা এমন কারো প্রেমে পড়ি না। সকলেই আমার সম্পর্কে জানেন...। এটা বলার দরকার পড়ে না।’