রাফায়েল নাদালের প্রিয় কোর্ট এটি, ক্যারিয়ারে ১৪ বার গ্র্যান্ডস্লাম ট্রফি উঁচিয়ে ধরেছেন যেখানে। কিন্তু এবার চোটের কারণে নেই স্প্যানিশ সুপারস্টার। তাঁকে ছাড়াই আজ থেকে শুরু ফ্রেঞ্চ ওপেনের ১২৭তম আসর।

এর আগে সর্বশেষ ২০০৪ সালে রোলা গাঁরোয় ছিলেন না নাদাল। আর ক্লে কোর্টের রাজাকে ছাড়া অন্যদের সুযোগ ট্রফিটি হাতে নেওয়ার। যেখানে নোভাক জকোভিচকে এগিয়ে রাখলেও তাঁকে টপকে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে সিসিপাস, আলকারেজের। তাই আসরজুড়ে চোখ থাকবে এই দু’জনের ওপর।

নারীদের লড়াইয়ে বাছাইয়ের একে আছেন ইগা সোয়াটেক। বর্তমান চ্যাম্পিয়নও তিনি। নারী এককে এই পোলিশ তারকার সঙ্গে দারুণ সম্ভাবনা সাবালেঙ্কা, জেসিয়া ও রাইবাকিনার। চমক দেখাতে পারেন তরুণ কোকো গফও। এ ছাড়া মারিয়া শাকারি ও ওনস জাবেউরও আছেন ফর্মে। শুরুটা ভালো হলে হয়তো তারকাদেরও পিছু ফেলতে পারেন তাঁরা।

এদিকে পুরুষ এককের আরেক তারকা দানিল মেদভেদেভও আশার বাণী শুনিয়েছেন। ফ্রান্সের কোর্টে ঝলক দেখাতে তিনিও প্রস্তুত, ‘অনুশীলন করে আমার মনে হয়েছে কোর্ট আগের বছরের চেয়ে কিছুটা ধীরস্থির। তবে রোমের চেয়ে না। এমন কন্ডিশন আমার ভীষণ পছন্দের। আশা করছি ভালো কিছু হবে।’

তবে সোয়াটেক তাঁর পুরোনো ইনজুরি নিয়ে কিছুটা চিন্তিত। চোট কাটিয়ে প্যারিসের কোর্টে আলো ছড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও চিন্তাটা তাঁর রয়েই গেল। কোর্টে নামার আগে যেমন আভাস দিলেন এই পোলিশ তারকা, ‘সৌভাগ্যক্রমে আমি চোট থেকে পুরোপুরি সেরে উঠেছি। এ জন্য আমাকে অনেকটা পথ পেরোতে হয়েছে। এখানে যাতে ঠিকভাবে নামতে পারি, সে জন্য গত বছর রোমের পরই চোট পরিচর্যায় মন দিয়েছিলাম। তবু কিছুটা শঙ্কা তো থেকেই যায়।’

জকোর জন্য এবার সুযোগটা সবাইকে ছাড়িয়ে যাওয়ার। কারণ সবচেয়ে বেশি ২২টি গ্র্যান্ডস্লাম নিয়ে তালিকার একে রাফায়েল নাদালের সঙ্গে আছেন এই সার্বিয়ান। নাদাল এই প্রতিযোগিতায় না থাকায় জকোভিচের সামনে ২৩তম ট্রফিটা জেতার সুযোগ। তাহলে তিনিই গ্র্যান্ডস্লাম শৃঙ্গের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করবেন।