'হৃদয়ের কথা বলে'- স্লোগানে যাত্রা শুরু করল নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি (এটিভি)। গতকাল রোববার এটিভির বনানীর কার্যালয়ে উদ্বোধনী আনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ ও বিনোদন- দুই-ই সম্প্রচার করবে চ্যানেলটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন এটিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম।

হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের প্রচার ও প্রসারের নীতিতে বিশ্বাস করে বলেই এখন দৈনিক তিন হাজার পত্রপত্রিকা প্রকাশ হচ্ছে। অনেক টেলিভিশনকে লাইসেন্স দিয়েছে।

এটিভি কর্তৃপক্ষ জানায়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করে বাঙালির হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা আনন্দ টিভির লক্ষ্য।

মন্তব্য করুন