ব্যাংকিং_ একই সঙ্গে মর্যাদাপূর্ণ ও আর্থিক বিবেচনায় স্মার্ট পেশা। এ পেশায় যারা নিজেকে নিযুক্ত করতে চান, তাদের জানিয়ে দিচ্ছি কয়েকটি চাকরির খবর_

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড

ডেপুটি ম্যানেজার; ব্রাঞ্চ ম্যানেজার; ট্রেড সার্ভিসেস অফিসার ও ক্রেডিট অফিসার পদ চারটিতে নিয়োগ দেবে দেশের খ্যাতনামা এই বেসরকারি ব্যাংক। শিক্ষাগত যোগ্যতা :এমবিএ অথবা এমবিএম কিংবা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। বয়স :যথাক্রমে অনূর্ধ্ব ৩৫, ৪৫, ৪০ ও ৪০ বছর। অভিজ্ঞতা :যথাক্রমে ৮, ১০, ৫-১০ ও ৫-১০ বছর। অনলাইনে আবেদন করতে ব্রাউজ করুন http://joblist.bdjobs.com/ jobonlineapply.asp। আবেদনের শেষ তারিখ :২৫ জানুয়ারি ২০১৬।

সিটি ব্যাংক লিমিটেড

সিটি ব্যাংক নিয়োগ দেবে ট্রেইনি প্রোডাক্ট মার্কেটিং অফিসার [টেমপোরারি], কার্ডস সেলস পদে। চুক্তিভিত্তিক এ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন। অভিজ্ঞতার কোনো বালাই নেই। বেতন :১০ হাজার টাকা। বিস্তারিত ও আবেদন : https://career.thecitybank.com। আবেদনের শেষ তারিখ :৩১ জানুয়ারি ২০১৬।

আইএফআইসি ব্যাংক লিমিটেড

এই ব্যাংকে নিয়োগ দেওয়া হবে হেড অব মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউশন পদে। শিক্ষাগত যোগ্যতা :মার্কেটিং কিংবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি। অভিজ্ঞতা :নূ্যনতম ১০ বছর। আবেদনের ঠিকানা : career@ificbankbd.com। আর শেষ তারিখ :১৯ জানুয়ারি ২০১৬।

ব্র্যাক ব্যাংক লিমিটেড

সিনিয়র ম্যানেজার/ম্যানেজার :সেলস; সিনিয়র ম্যানেজার/ম্যানেজার :সেলস গভার্নমেন্স অ্যান্ড এমআইসি; ক্রেডিট ম্যানেজার; ক্রেডিট অ্যানালিস্ট ও সিনিয়র রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ অফিসার/অ্যাসিসট্যান্ট রিলেশনশিপ অফিসার পদগুলোতে নিয়োগ দেবে এই ব্যাংক। শিক্ষাগত যোগ্যতা :সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন। অভিজ্ঞতা :তৃতীয় পদটির ক্ষেত্রে ৩-৫ ও চতুর্থটির ক্ষেত্রে ২-৩ বছর হলেও বাকি পদগুলোর ক্ষেত্রে উল্লেখ করা হয়নি। আবেদনের ঠিকানা :হিউম্যান রিসোর্সেস ডিভিশন, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ১ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা; অথবা ই-মেইল : hr@bracbank.com। আবেদনের শেষ তারিখ :১৬ জানুয়ারি ২০১৬।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড

চিফ ফিন্যান্সিয়াল অফিসার [সিএফও] পদে নিয়োগ দেবে এই ব্যাংক। শিক্ষাগত যোগ্যতা :এফসিএ/এফসিএমএ/সিএফএ/ এমবিএ [ফিন্যান্স/অ্যাকাউন্টিং]। বয়স :অনূর্ধ্ব ৫৫ বছর। অভিজ্ঞতা :১৫ বছর। আবেদনের ঠিকানা :হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন, হেড অফিস, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ৬১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা। আবেদনের শেষ তারিখ :২০ জানুয়ারি ২০১৬।

মধুমতি ব্যাংক লিমিটেড

আধুনিক এই বেসরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া হবে প্রবেশনারি অফিসার পদে। শিক্ষাগত যোগ্যতা :এমবিএ/এমবিএম/মাস্টার্স ডিগ্রি। বয়স : অনূর্ধ্ব ৩০ বছর। আবেদনের ঠিকানা : ww w.modhumotibankltd.com/career। আর শেষ তারিখ :৩১ জানুয়ারি ২০১৬।



-শাওন


মন্তব্য করুন