আনন্দ প্রতিদিন প্রতিবেদক |
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৯প্রতিযোগিতা বিভাগে জমা পড়া ২৮টি চলচ্চিত্র থেকে ১০টি, ওয়ান মিনিট ফিল্ম বিভাগের ৩টি চলচ্চিত্র থেকে ২টি এবং স্ট্ক্রিনিং বিভাগে জমাকৃত ৬৫টি চলচ্চিত্র থেকে ২৬টিসহ সর্বমোট ৩৮টি চলচ্চিত্র বিচারকরা চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন। প্রতিযোগিতা বিভাগে সেরা নির্মাতাদের জন্য থাকছে 'সিনেপোস্ট বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড' এবং 'ওয়ান মিনিট ফিল্ম' বিভাগে 'ইউল্যাব ইয়াং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড'। সেই সঙ্গে নির্বাচিত সব নির্মাতার জন্য থাকছে সনদপত্র ও উপহার। উৎসবমুখর এ আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
মন্তব্য করুন