প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
পোস্টারে আরও বলা হয়েছে, এ বছর বাংলায় সবচেয়ে বড় অ্যাকশন-থ্রিলার হতে যাচ্ছে এটি।
ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, 'নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে, কিন্তু ভালো কাজ কয়জনে করে! কে এই রুমানা?' তিনি জানান, এই প্রশ্নের উত্তর জানা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। তবে বিস্তারিত কিছুই জানাননি মিথিলা। কবে কখন মুক্তি পাচ্ছে তা সবই জানার আগ্রহ জিইয়ে রাখলেন তিনি।
অনেকেই ভেবেছিলেন সৃজিতের সিনেমাতে হয়তো শিগগিরই দেখা যাবে তার বাস্তব জীবনের নায়িকাকে। কিন্তু এখন দর্শকদের তেমন আশা পূরণের কোনো ইঙ্গিত দেননি মিথিলা।