রেগে গেলে অগ্নিমূর্তি ধারণ করতে সময় লাগে না সালমান খানের। তবে অভিনেত্রীদের কিছুটা সমীহ করেন। ভুল কিছু করলে খুব একটা বকাঝকা করেন না। অথচ সেই সালমানের কাছেই বকুনি খেতে হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজকে। তার কোনো অপরাধ বা গুরুতর ভুলের জন্য নয়, স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিতে গিয়েই বকুনি দিয়েছেন বলিউড ভাইজান। ঘটনাটা প্রায় এক বছর আগের। করোনায় অনেকে তখন ঘরবন্দি। তাই সময় কাটাতে পানভেলে নিজের বাগানবাড়িতে ডেরা বেঁধেছিলেন সালমান। কিন্তু একা একা মাসের পর মাস কাটাতে কার-ই বা ভালো লাগে! তাই বন্ধু-বান্ধবদের বাগানবাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই বন্ধু-বান্ধবের তালিকায় ছিলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানে আমোদ-ফুর্তি নয়, সবাই নানা ধরনের কাজের মধ্য দিয়ে নিজেদের ব্যস্ত রেখেছিলেন। নিয়মিত মাটি কুপিয়ে বাগান পরিচর্যা করতেন সালমান। অন্যদিকে জ্যাকুলিনের বেশিরভাগ সময় কাটত ট্রেডমিলে দৌড়ে শরীরচর্চা করে; যা দেখে সালমান বকুনি দিয়ে বলেছিলেন, 'বোকার মতো ট্রেডমিলে দৌড়াচ্ছ কেন? তার বদলে মাটি কুপিয়ে যাও। এতে শরীরচর্চাও হবে, ফসলও ফলবে। দিনশেষে মনে হবে কিছু একটা করলাম।' সেদিনের সেই বকুনি খাওয়ার বিষয়টি এতদিন গোপন ছিল। এবার তা ফাঁস করে দিয়েছেন সালমান নিজেই। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেতা। সেখানেই এতদিন গোপন রাখা এই ঘটনা দর্শকদের বলে দিয়েছেন।

মন্তব্য করুন