আবারও চলচ্চিত্রে প্লেব্যাক করলেন নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়। অরুণা বিশ্বাস পরিচালিত 'অসম্ভব' ছবিতে শোনা যাবে অণিমার গাওয়া রবিঠাকুরের কালজয়ী একটি গান। গানটির সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। এ নিয়ে অণিমা রায় বলেন, অনেকদিন পর আবারও কোনো ছবিতে প্লেব্যাক করলাম। অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম ছবি 'অসম্ভব'-এ থাকছে আমার কণ্ঠের এই রবীন্দ্রসংগীতটি। ছবির গল্পের প্রয়োজনেই রবীন্দ্রসংগীত রাখা হচ্ছে বলে নির্মাতা জানিয়েছেন। কাজের পরিকল্পনা দেখে এটুকু বলতে পারি, 'অসম্ভব' সময়োপযোগী একটি ছবি হবে এবং দর্শকের মনোযোগ কাড়বে। প্লেব্যাক ছাড়াও অণিমা ব্যস্ত আছেন নতুন একক গান ও বিভিন্ন সংগীতায়োজন নিয়ে।

মন্তব্য করুন