বড় পর্দায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্পের চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ছবির নাম 'দ্য লেটার'। এটি পরিচালনা করবেন ঈশিতা গঙ্গোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যমে এই নির্মাতা জানিয়েছেন, করোনায় ভারতে লকডাউন শুরুর আগেই ঐশ্বরিয়ার সঙ্গে ছবি নিয়ে তার কথা হয়েছিল। চিত্রনাট্য শুনে ঐশ্বরিয়া অভিনয়ে সম্মতি দিয়েছিলেন। ঈশিতা আরও জানিয়েছেন, মূলত রবিঠাকুরের 'তিনকন্যা' কাহিনির অনুপ্রেরণায় ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। মা ও মেয়েকে কেন্দ্র করে ছবির গল্প এগোবে। কবিগুরুর রচনার আরও কিছু উপাদান ছবিতে লক্ষ্য করা যাবে। যার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঐশ্বরিয়া। প্রথমে ছবিটি হিন্দি ভাষায় তৈরি করার পরিকল্পনা ছিল। পরে ঐশ্বরিয়াই পরামর্শ দেন, এমন ছবি ইংরেজি ভাষায় তৈরি করা উচিত। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এটি সাড়া ফেলার সম্ভাবনা থাকবে। তার পরামর্শে ইংরেজি ভাষায় ছবি নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে নির্মিত 'চোখের বালি' ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় নির্মিত এ ছবিতে তাকে দেখা গেছে বিনোদিনীর চরিত্রে। তার বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিল ছবিটি।

মন্তব্য করুন