- আনন্দ প্রতিদিন
- অস্কারের রিমাইন্ডার তালিকায় 'দ্য গ্রেভ'
আনন্দ প্রতিদিন
অস্কারের রিমাইন্ডার তালিকায় 'দ্য গ্রেভ'
আনন্দ প্রতিদিন প্রতিবেদক |
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
'গোর' ছবির দৃশ্যে গাজী রাকায়েত
গাজী রাকায়েত বলেন, 'ছবিটি ভোটাভুটির জন্য নির্বাচিত হয়েছে। সারাবিশ্বের অস্কারের ১০ হাজার ভোটার রয়েছেন। প্রত্যেক ভোটারের কাছে এ ছবিগুলো ব্যালট আকারে পৌঁছে যাবে। যারা ম্যাক্সিমাম ভোট পাবে, তারা পুরস্কারের জন্য মূল পর্বে অংশ নেবে। আমার জানামতে, বাংলাদেশ থেকে এর আগে এতটা উঁচুতে কোনো ছবি যায়নি।'
এর আগে বহুবার অস্কারে বিদেশি ভাষার ছবির জন্য সিনেমা পাঠানো হয়েছিল। তবে প্রয়াত তারেক মাসুদের 'মাটির ময়না' ছাড়া মনোনয়ন পায়নি কোনোটিই।
বিষয় : 'দ্য গ্রেভ'
মন্তব্য করুন