আনন্দ প্রতিদিন প্রতিবেদক |
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
রাজ্জাক [১৯৪২-২০১৭]
তিনি আরও বলেন, 'চলচ্চিত্রের এই ক্রান্তিকালে আব্বাকে খুব মিস করি। সবার দোয়া চাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।'
দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে রাজ্জাক চিরস্মরণীয় একটি নাম। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করে তিনি। ১৯৬৬ সালে 'বেহুলা' ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এর পর কয়েকশ ছবিতে অভিনয় করে জয় করেছেন অগণিত দর্শকের হৃদয়। পেয়েছেন 'নায়করাজ' উপাধিসহ রাষ্ট্রীয় স্বীকৃতি, অসংখ্য পুরস্কার ও সন্মাননা। ২০১৭ সালের ২১ আগস্ট সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন এ অভিনেতা।
বিষয় : নায়করাজের জন্মদিন আজ
মন্তব্য করুন