আনন্দ প্রতিদিন ডেস্ক |
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মা-বাবা হওয়ার পর এখনই প্রিয়াঙ্কা ও নিক জোনাস তাদের সন্তানকে বাড়ি নিয়ে যেতে পারবেন না। কারণ চিকিৎসক প্রিয়াঙ্কার সন্তান জন্মের তারিখ দিয়েছিলেন এপ্রিল মাসে। কিন্তু ১২ সপ্তাহ আগেই তিনি সারোগেট মা হয়েছেন। যে কারণে বেশ কিছুদিন তাদের মেয়েকে হাসপাতালে রাখতে হবে। সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই নিক ও প্রিয়াঙ্কা তাদের পরিবারে ছোট সদস্য আনার পরিকল্পনা করছিলেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তাদের ব্যস্ত জীবন এবং প্রিয়াঙ্কার বয়স ৪০-এর কোঠায় পৌঁছে যাওয়া। যে কারণে সারোগেসির মাধ্যমে তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেন।
বিষয় : মা হলেন প্রিয়াঙ্কা
মন্তব্য করুন