আনন্দ প্রতিদিন প্রতিবেদক |
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
প্রকাশ: ২৩ জানুয়ারি ২২ । ০০:০০
তাসনিয়া ফারিণ বলেন, "নতুন বছরে শুরুতেই এ রকম একটি ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালোই লাগছে। সিরিজের গল্পটি অসাধারণ। 'সিন্ডিকেট' শব্দটাই নেগেটিভ, যেটার পেছনে থাকে দুর্নীতি। দুর্নীতির গল্প উঠে আসবে এ সিরিজে। এখানে আমি এক ব্যাংক কর্মকর্তা। মেয়েটি ব্যাংকে সংঘটিত একটি ঘটনার উত্তর খুঁজতে থাকে। এর বেশি এখন কিছু বলতে চাই না। এ সিরিজের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে।"
ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত এ সিরিজে আরও অভিনয় করছেন নাজিফা তুষি, শতাব্দী ওয়াদুদ, এলিনা শাম্মী, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। এই ওয়েব সিরিজটি ছাড়াও ফারিণ ভালোবাসা দিবসের নাটক ও টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বিষয় : ক্রাইম থ্রিলারে
মন্তব্য করুন