- প্রথম পাতা
- করোনায় আরও ১৮ জনের মৃত্যু শনাক্ত ৩৯৯
প্রথম পাতা
দেশের চিত্র
করোনায় আরও ১৮ জনের মৃত্যু শনাক্ত ৩৯৯
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত চব্বিশ ঘণ্টায় ২১৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৬৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৪৮টি। গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৫৮ শতাংশ।
গত চব্বিশ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে দু'জন, রাজশাহীতে দু'জন, খুলনায় একজন এবং রংপুর বিভাগে করোনায় মারা গেছেন একজন।