- শিল্প ও বাণিজ্য
- আলোচনা সভায় পরামর্শ পোশাকের দাম বাড়াতে জাতিসংঘের সহায়তা নিতে হবে
শিল্প ও বাণিজ্য
আলোচনা সভায় পরামর্শ পোশাকের দাম বাড়াতে জাতিসংঘের সহায়তা নিতে হবে
খলীকুজ্জমান আহমদ বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ আগের অবস্থানে নেই। মাথা উঁচু করে ক্রেতাদের সঙ্গে পণ্যের দাম নিয়ে আলোচনা করতে হবে। তিনি বলেন, পণ্য বৈচিত্র্যকরণ জরুরি।
ড. মোয়াজ্জেম হোসেন বলেন, ক্রেতাদের সঙ্গে দর কষাকষি করে পোশাকের দাম বাড়াতে হবে। চাপে পড়ে শুধু কারখানায় কাজের পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তার কমপ্লায়েন্স বাস্তবায়ন করলেই হবে না। পণ্যের দাম বৃদ্ধির কমপ্লায়েন্সও ক্রেতাদের মানতে হবে। বিএকেএমইর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর এ দেশের কারখানাগুলো নানা সংস্কার বাস্তবায়ন করেছে। কিন্তু ক্রেতারা দাম বাড়ায়নি বরং কমিয়েছে। ট্রাস্ট ব্যাংকের এএমডি হুমায়রা আজম বলেন, আমাদের বেসরকারি ব্যাংকিং খাতের যাত্রা বেশি দিনের নয়। ১৯৮১ সালে এর যাত্রা শুরু। চীন, সিঙ্গাপুরসহ অনেক দেশে শুরুর দিকে এ খাতে অনিয়ম ছিল। এখানেও অনিয়ম কমে যাবে।
আরও পড়ুন
মন্তব্য করুন