গতকাল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বিএফএ চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল হালিম, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামান, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিসিআইসির চেয়ারম্যান হাইয়ুল কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।
বিএফএর নেতারা বলেন, বিসিআইসির সার ডিলাররা ১৯৯৫ সাল থেকে চাষি পর্যায়ে সুষ্ঠু সার সরবরাহের দায়িত্ব পালন করে আসছেন। সার ব্যবস্থাপনায় তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নন-ইউরিয়াসহ সব ধরনের সার কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব।
শিল্পমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনে সাফল্যের জন্য দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এ সাফল্যের পেছনে সার ডিলারদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শেষ করা হবে। শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সারের সুষ্ঠু সরবরাহ, বিপণন, বিতরণ ও আমদানি নিশ্চিত করার মাধ্যমে সরকার কৃষি খাতকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন