- শিল্প ও বাণিজ্য
- পটুয়াখালীতে শিপবিল্ডিং ইয়ার্ড হচ্ছে
শিল্প ও বাণিজ্য
পটুয়াখালীতে শিপবিল্ডিং ইয়ার্ড হচ্ছে
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০
শিল্প ও বাণিজ্য ডেস্ক
এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে গতকাল বিএসইসির সঙ্গে দ্য জেন্টিয়াম-ডামেন কনসোর্টিয়ামের এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিএসইসির পক্ষে সংস্থার সচিব ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের সরদার, ডামেন গ্রুপের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক রোল্যান্ড ব্রিনি এবং জেন্টিয়াম সলিউশনসের কো-চেয়ারম্যান ইকতেদার হাসান মুরাদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাক-সমীক্ষা করা হবে। এর ভিত্তিতে দ্রুত যৌথ বিনিয়োগে শিপবিল্ডিং ইয়ার্ড নির্মাণ ও অত্যাধুনিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প স্থাপন করা হবে। পায়রা সমুদ্রবন্দরের কাছাকাছি পটুয়াখালী জেলার চরনিশানবাড়িয়ার মৌজায় জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্প জোন ঘোষণা করা হয়েছে। ১০৫ একর জমির ওপর এ শিল্প জোনে জাহাজ নির্মাণ এবং ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প সচিব মো. আবদুল হালিম, বাংলাদেশে নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন জেরোয়েন স্টেগসসহ শিল্প মন্ত্রণালয়, বিএসইসি এবং সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের উদীয়মান জাহাজ নির্মাণ শিল্পখাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে শিল্প মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।