সিডনিসান এবং তাদের প্রযুক্তি অংশীদার চীনের দাহুয়া গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক-২-এ নির্মাণ ও পরিচালনা শর্তে ভিডিও সার্ভিল্যান্স উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনে সামিট টেকনোপলিসে ৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি, বিসিএসের সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের উপস্থিতিতে চুক্তিতে সই করেন সামিট টেকনোপলিসের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান ও সিডনিসান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সাগর কুমার টিটো। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান লতিফ খান, পরিচালক ফাদিয়া খান, সালমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন