- শিল্প ও বাণিজ্য
- টেকসই অর্থায়নের লক্ষ্যমাত্রা ঠিক করে দিল কেন্দ্রীয় ব্যাংক
শিল্প ও বাণিজ্য
টেকসই অর্থায়নের লক্ষ্যমাত্রা ঠিক করে দিল কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
টেকসই অর্থায়ন বলতে পরিবেশ ও সামাজিক উন্নয়ন, ঋণের গুণগত মান এবং কর্মসংস্থানে ভূমিকা রাখে এমন খাতে ঋণ বিতরণকে বোঝায়। এ ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণের হিসাব ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্নিষ্ট একজন কর্মকর্তা বলেন, ধরা যাক ২০২০ সালে কোনো ব্যাংকের ঋণস্থিতি ১১৪ কোটি টাকা এবং এর মধ্যে খেলাপি ঋণ ৯ কোটি টাকা এবং ৫ কোটি টাকা কর্মকর্তা-কর্মচারী ঋণ। এক্ষেত্রে বাকি ১০০ কোটি টাকা ভিত্তি ধরে ২০২১ সালে ওই ব্যাংককে ১৫ কোটি টাকা টেকসই অর্থায়ন করতে হবে। এই ১৫ কোটি টাকার মধ্যে অন্তত ২ কোটি টাকা সরাসরি পরিবেশবান্ধব খাতে বিতরণ করতে হবে। তবে কোনো অবস্থায় ২০২১ সালে নতুন বিতরণ করা ঋণের মধ্যে টেকসই খাতে ২০ শতাংশের কম হবে না।