
রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন গাড়ির বাজারজাত কার্যক্রমের উদ্বোধনে কর্মকর্তারা ফটো রিলিজ
রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউ প্রদর্শনী কেন্দ্রে গতকাল মঙ্গলবার নতুন মডেলের এ গাড়ি উদ্বোধন করেন এক্সিকিউটিভ মটরসের ডিরেক্টর অপারেশন্স শামসুল আরেফীন। তিনি জানান, নতুন মডেলের গাড়িটির বাইরের নকশায় যেমন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি ভেতরেও নতুনত্ব রয়েছে। অধিক কার্যক্ষমতার ফাইভ সিরিজের জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়িটিতে প্লাগইন হাইব্রিড প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এ কারণে জার্মানিতে তৈরি এ মডেলের ছয় লাখ গাড়ি এখন পর্যন্ত বিশ্বজুড়ে বিক্রি হয়েছে। এটি এ শ্রেণির সর্বাধিক বিক্রি হওয়া গাড়ি।
ফাইভ সিরিজের নতুন গাড়িটির দাম শুরু হয়েছে এক কোটি ১৮ লাখ টাকা থেকে। এছাড়া দেশে পাঁচ বছর বিক্রয়োত্তর সেবা এবং ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে পার্টস, সার্ভিসিং, রিপেয়ার ও মেইন্টেইন্যান্স সুবিধা পাওয়া যাবে। এক্সিকিউটিভ মটরসের শো-রুমে নতুন গাড়ির টেস্ট ড্রাইভের সুযোগ রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মডেলটিতে নতুন ডিজাইনের কিডনি গ্রিল ও এল-শেপড এলইডি হেডলাইট রয়েছে। নতুন থ্রিডি ডিজাইনের রিয়ার-লাইট ও ট্র্যাপিজয়েডাল টেইল-পাইপ গাড়িটিতে আধুনিকতার ছোঁয়া দিয়েছে।
এটির লাইভ ককপিট প্লাসে রয়েছে ১০ দশমিক ২৫ ইঞ্চি ডিসপ্লে সুবিধা। এছাড়া অপশন হিসেবে ক্রেতারা লাইভ-ককপিট প্রফেশনাল বেছে নিতে পারেন, যাতে আছে ১২ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে। এইট-স্পিড স্টেপট্রোনিক ট্রান্সমিশন সংবলিত শক্তিশালী ১৮৪ হর্সপাওয়ারের ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে গাড়িতে ১০৯ হর্সপাওয়ারের হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এগুলো গাড়িটিকে আরও গতিশীল করেছে।
গাড়ির বিশেষ বৈশিষ্ট্য 'পার্কিং অ্যাসিস্ট্যান্ট প্লাস'। এটির মাধ্যমে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে সমান্তরাল এবং উঁচু-নিচু জায়গাতেও পার্ক করা যাবে।
মন্তব্য করুন