- শিল্প ও বাণিজ্য
- রপ্তানিতে নগদ সহায়তার ১৬৮৩ কোটি টাকা ছাড়
শিল্প ও বাণিজ্য
রপ্তানিতে নগদ সহায়তার ১৬৮৩ কোটি টাকা ছাড়
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
চলতি ২০২০-২১ অর্থবছরে রপ্তানি খাতে নগদ সহায়তার জন্য বরাদ্দ রয়েছে সাত হাজার ৩২৫ কোটি টাকা। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় মেয়াদের (জানুয়ারি-মার্চ) কিস্তির অর্থ ছাড় করা হলো। এর মধ্যে সাধারণ রপ্তানির জন্য এক হাজার ৩৩ কোটি টাকা এবং পাট খাতের জন্য ২৫০ কোটি টাকা রয়েছে। অন্যদিকে, চতুর্থ কিস্তির (এপ্রিল-জুন) অর্থ ছাড়ের প্রস্তাবের সঙ্গে ব্যাংকওয়ারি বিস্তারিত হিসাব চেয়েছে অর্থ বিভাগ।
চিঠিতে বলা হয়, নগদ সহায়তার অর্থ ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।