- শিল্প ও বাণিজ্য
- এনার্জিপ্যাকের ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধন
শিল্প ও বাণিজ্য
এনার্জিপ্যাকের ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধন

শনিবার গাজীপুরের শ্রীপুরে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা-ফটো রিলিজ
শিল্পমন্ত্রী বলেন, 'এনার্জিপ্যাক গাজীপুরের শ্রীপুরে পরিবেশবান্ধব কারখানা তৈরি করেছে। বড় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় গিয়ে এনার্জিপ্যাক দেশে জেনারেটর এবং বৈদ্যুতিক অন্যান্য যন্ত্রপাতি তৈরি এবং রপ্তানি করছে। এতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।'
হুমায়ুন রশিদ বলেন, 'ইন্ডাস্ট্রিয়াল পার্কটি অটোমোটিভ এবং ইস্পাত নির্মাণের স্থানীয় উৎপাদন শিল্পকে শক্তিশালী করতে আমাদের সাহায্য করবে।'
অনুষ্ঠানে জানানো হয়, স্টিলপ্যাক, গ্ল্যাড এবং জেএসির মতো একাধিক ইপিজিএল পণ্য ইন্ডাস্ট্রিয়াল পার্কে সংযোজন করা হবে। প্রকল্পটিতে ৫৫০ জন জনবল নিযুক্ত করা হয়েছে। এখানে রয়েছে দেড় মেগাওয়াট পর্যন্ত লোড পরীক্ষা ও গ্ল্যাড ব্র্যান্ডের বার্ষিক ৫০০ জেনারেটর তৈরি করতে সক্ষম এমন বিশ্বমানের প্লান্ট, যা ভবিষ্যতে ৩ মেগাওয়াট পর্যন্ত লোড পরীক্ষা এবং এক হাজার গ্ল্যাড জেনারেটর তৈরি করতে পারবে। এ ছাড়া বিশ্বমানের ইলেকট্রিক ডিবি বক্স নির্মাণ এবং বাজারজাতকরণের পরিকল্পনা করছে। পার্কটিতে জেএসি কমার্শিয়াল ভেহিক্যালগুলোর জন্যও একটি অ্যাসেমব্লিং প্লান্ট রয়েছে, যেখানে প্রতিবছর এক হাজার ২০০ গাড়ি সংযোজন করা যায়।
মন্তব্য করুন