নগর খাদ্য ব্যবস্থায় সৃজনশীল উদ্ভাবনে ছয় উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। গত বুধবার অনলাইন প্ল্যাটফর্মে 'ফুড ফ্রন্টিয়ার্স :আরবান ফুড সিস্টেম ইনোভেশন চ্যালেঞ্জ' প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জ্যাকফ্রুট ৩৬০ ডিগ্রি, ইন্সপিরা, ড. রিসাইকেল বিডি, ঘোস্ট কিচেন বাংলাদেশ, গ্রিনগ্রেইন এবং আইপেইজ।

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিওএফপি) যৌথ উদ্যোগে গঠিত পল্গ্যাটফর্ম স্কেলিং আপ নিউট্রিশন-সান (এসইউএন) বিজনেস নেটওয়ার্ক বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রুহুল আমিন তালুকদার। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাইয়ুম সরকার, জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের (আইপিএইচএন) আওতাধীন ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের লাইন ডিরেক্টর ড. এস এম মুস্তাফিজুর রহমান, গেইন-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, ডেনমার্ক দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর আলী মুশতাক বাট, রিসার্স অ্যান্ড কমপিউটিং সার্ভিসেসের প্রধান নির্বাহী ড. নাদিয়া বিনতে আমির এবং গেইন বাংলাদেশের পোর্টপোলিও লিড ড. আশেক মাহফুজ।

মন্তব্য করুন