- শিল্প ও বাণিজ্য
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিসিআই প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র যাত্রা
শিল্প ও বাণিজ্য
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিসিআই প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র যাত্রা
শিল্প ও বাণিজ্য ডেস্ক |
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২১ । ০০:০০
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২১ । ০০:০০গতকাল সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এফবিসিসিআই নেতারা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়নের বিষয়ে বিভিন্ন ফোরামে আলোচনা করবেন তারা।
আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সম্মানে ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত 'বাংলাদেশ ফরওয়ার্ড : দ্য নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ' শীর্ষক বৈঠকে অংশ নেবে প্রতিনিধি দল। বৃহস্পতিবার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত 'নিউ ওয়ার্ল্ড নিউ হোপ :ইউনাইটেড নেশনস অ্যান্ড বাংলাদেশ' শীর্ষক সম্মেলনে অংশ নেবেন এফবিসিসিআই সভাপতি।
শুক্রবার জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবে এফবিসিসিআই প্রতিনিধি দল। ওইদিন সন্ধ্যায় আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স আয়োজিত বৈঠকে অংশ নেবেন তারা। আগামী রোববার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআই সভাপতি।
প্রতিনিধি দলে রয়েছেন- এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি আমিনুল হক শামীম, সালাহউদ্দিন আলমগীর ও এমএ রাজ্জাক খান রাজ, সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান, এমসিসিআই সভাপতি নিহাদ কবীর প্রমুখ।
বিষয় : এফবিসিসিআই প্রতিনিধি
মন্তব্য করুন