নতুন সংসার সাজাতে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালটন। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত 'ওয়েড ফিস্ট কম্বো অফার' শীর্ষক ক্যাম্পেইনের ডিক্লারেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে জানানো হয়, দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম অথবা অনলাইনের মাধ্যমে ই-প্লাজা থেকে তিনটি প্যাকেজের আওতায় নির্দিষ্ট মডেলের ওয়ালটন পণ্য কিনে ২৩ হাজার থেকে প্রায় ৪০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় পাবেন ক্রেতারা। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা। উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন প্লাজা ট্রেডসের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান প্রমুখ।

মন্তব্য করুন