- শিল্প ও বাণিজ্য
- তিন হাজার টাকার বেশি দরে কাঁচা পাট কিনবে না মিল
শিল্প ও বাণিজ্য
তিন হাজার টাকার বেশি দরে কাঁচা পাট কিনবে না মিল
গতকাল রোববার রাজধানীর মতিঝিলে বিজেএমএ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেএমএ সভাপতি আবুল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। জানতে চাইলে বিজেএমএ মহাসচিব আব্দুল বারেক খান সমকালকে বলেন, বৈঠকে উপস্থিত পাটকল মালিকদের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, বাজারে পাটের দর অনেক বেশি। কোনো কোনো এলাকায় পাট কিনতে পাওয়া যায় না।
তিনি বলেন, পাটের উচ্চমূল্যের কারণে বিদেশি ক্রেতাদের রপ্তানি আদেশে দেওয়া মূল্যের তুলনায় উৎপাদন খরচ বেশি হচ্ছে। এ কারণে পাটকলগুলোতে উৎপাদন সংকট চলছে। বেশি দামের কারণে ক্রেতারা পাটের বিকল্প পণ্যে ঝুঁকছেন। সব মিলিয়ে পাটের আন্তর্জাতিক বাজার হারাচ্ছে বাংলাদেশ। উদ্যোক্তারা এ পরিস্থিতির জন্য কাঁচা পাটের অবৈধ মজুতদারিকে দায়ী করেছেন।
বিষয় : পাটকল
মন্তব্য করুন