শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) অমর হয়ে আছেন আমাদের মাঝে। হাদিসের দরস প্রদানের পাশাপাশি ইসলামের প্রচার-প্রসারে তিনি হাজারো কাজ করে গেছেন। বোখারি শরীফের প্রথম বাংলা অনুবাদ করার মধ্য দিয়ে তিনি ঋণী করেছেন বাংলা ভাষাভাষী মুসলমানদের। দ্বীনের জন্য তিনি ঘুরে বেড়িয়েছেন দেশ-দেশান্তর। দেশে-বিদেশে তার অসংখ্য ছাত্র রয়েছে। একজন সফল শিক্ষকের প্রতিচ্ছবি ছিলেন তিনি। তবে পরিচয়ের এসব কিছু ছাপিয়ে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) অমর হয়ে আছেন আমাদের মাঝে 'নবীপ্রেমের এক অমর কবি' হিসেবে।
আরবি সাহিত্যে শায়খুল হাদিসের ছিল অগাধ পাণ্ডিত্য। ৯৪ বছরের জীবনে তিনি লিখেছেন বিপুল সংখ্যক আরবি কবিতা। রাসূল প্রশস্তিমূলক তার এসব কবিতা হজরত রাসূলুল্লাহর (সা.) শানে এক অনন্য সংযোজন। নবীর তরে সালাম পেশ করতে তিনি আরবি কবিতায় ভিন্ন আবহ সৃষ্টি করেছেন। রচনা করেছেন অসাধারণ সব ছন্দ। তিনি কবিতা লিখেছেন মনের মাধুরী মিশিয়ে। একবার নয়, দু'বার নয়, প্রতিবার মদিনা সফরকালে নবীর শানে এমন প্রেমময় কবিতার নজরানা তিনি পেশ করেছেন নবীজির (সা.) রওজায়। রাসূল প্রশস্তিমূলক কবিতা ছাড়াও তিনি অসংখ্য আরবি কবিতা লিখেছেন। তার প্রিয় ওস্তাদ মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরীর (র.) ও প্রিয়তম স্ত্রীর ইন্তেকালের পর লিখেছেন ভালোবাসার কবিতা। বিরহের কবিতা। 'দিওয়ানুল আজিজ' তার লেখা কবিতার সংকলনগ্রন্থ। গ্রন্থটি ইতিমধ্যেই জামিয়া রাহমানিয়াসহ দেশের বিভিন্ন মাদ্রাসার পাঠ্যভুক্ত করা হয়েছে। শায়খুল হাদিসের লেখা প্রশংসিত হয়েছে দেশে-বিদেশের আরবি-সাহিত্যিকদের কাছে।
গত বৃহস্পতিবার গ্রন্থটির পাঠ উদ্বোধন হয়েছে 'আরবি সাহিত্যে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)' শীর্ষক সেমিনারে। পাঠ উদ্বোধন করেছেন হাফেজ্জি হুজুরের (রহ.) বিশিষ্ট শাগরেদ মাওলানা আবদুল হাই পাহাড়পুরী। শায়খুল হাদিস ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাওলানা আশরাফ আলী। তিনি তার বক্তব্যে বলেন, 'শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী এক অনন্য ব্যক্তি। তিনি একই সঙ্গে শায়খুল হাদিস, শায়খুল তাফসির ও শায়খুল ফিকাহ ছিলেন। আরবি সাহিত্যে তিনি একজন বড়মাপের পণ্ডিত ছিলেন। নবীপ্রেমের কবি ছিলেন তিনি। জীবনের বাঁকে বাঁকে রচনা করেছেন অসংখ্য আরবি কবিতা। উপমহাদেশে যারা আরবি সাহিত্য চর্চায় অগ্রণী ভূমিকা রেখেছেন, শায়খুল হাদিস তাদের অন্যতম।' জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতি মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন মুফতি আবদুল মালেক, মাওলানা আবদুল জাব্বার, মাওলানা শহীদুল্লাহ ফজলুল বারী, মাওলানা আবদুল মতিন বিন হুসাইন, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা নোমান আহমাদ, মাওলানা মামুনুল হক, মুফতি আশরাফুজ্জামান, প্রফেসর ড. মুহিব্বুল্লাহ, মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী, ড. মুহাম্মদ হিজবুল্লাহ, প্রফেসর মুহাম্মদ শাহেদ হারুন, মুফতি এনায়েতুল্লাহ ও জহির উদ্দিন বাবরসহ দেশবরেণ্য আলেম, শিক্ষাবিদ ও বরেণ্য লেখকরা। গাজী মুহাম্মদ সানাউল্লাহ ও কামরুল হাসান রাহমানীর উপস্থাপনায় সেমিনারে প্রবন্ধ পাঠ করেন শায়খুল হাদিসের দৌহিত্র মাওলানা নাঈমুল হক।
আমিন ইকবাল : ধর্মীয় নিবন্ধকার

মন্তব্য করুন