- খবর
- বরিশালে মামলায় ৭০ জামায়াত নেতাকর্মীকে অব্যাহতি
খবর
পুলিশের ওপর হামলা
বরিশালে মামলায় ৭০ জামায়াত নেতাকর্মীকে অব্যাহতি
প্রকাশ: ১০ জুন ২০১৪
বরিশাল ব্যুরো
কোতোয়ালি থানার এসআই শাহ মো. ফয়সাল বাদী হয়ে মামলায় অভিযোগ করেন, মিছিলে বাধা দেওয়ার পর জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা করে। ঘটনাস্থল থেকে ১ লিটার পেট্রোল ও ৩টি ককটেল উদ্ধার এবং রফিকুল ইসলাম ও আবদুল কাদের নামে দুই শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। পর দিন ৭ নভেম্বর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত নেতা ও সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, আবদুল বারেক, কুদ্দুস, ইউসুফ আলী সিকদার ও কাঞ্চনকে গ্রেফতার করে। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম কবির ৭০ জনের নাম উল্লেখ করে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে এবং গ্রেফতার হওয়া রফিকুল ইসলামকে অভিযুক্ত করে রোববার আদালতে তদন্ত প্রতিবেদন দেন।